সোহেল রানা; মেহেরপুর জেলা প্রতিনিধি:মেহেরপুরে সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পের সুবিধাভোগী সদস্যদের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৮ডিসেম্বরর-২২) সকাল ১০টার সময় জেলা শিল্পকলা একাডেমি,মেহেরপুর এর অডিটোরিয়াম হলরুমে, প্রকল্প পরিচালকের দপ্তর, খুলনার আয়োজনে মেহেরপুর জেলায় ১৪০০জন সুবিধাভোগী সদস্যদের মাঝে গাভী ও গাভীপালনের জন্য চেক বিতরণ করেছেন।
ড. মোহাম্মদ মুনসুর আলম খান, জেলা প্রশাসকের সভাপতিত্বে- প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- অধ্যাপক ফরহাদ হোসেন এমপি মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রনালয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেল- মোঃ মশিউর রহমান, এনডিসি সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। ড. তরুণ কান্তি শিকদার নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তর।
এডভোকেট আব্দুস সালাম, চেয়ারম্যান জেলা পরিষদ মেহেরপুর। মোঃ রাফিউল আলম, পুলিশ সুপার মেহেরপুর। আরোও উপস্থিত ছিলেন- স্থানীয় নেতৃবৃন্দ।
মেহেরপুর সমবায় অধিদপ্তর কর্তৃক চেক বিতরণ অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন- জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুর।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]