রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
মোংলায় কোস্ট গার্ড’র অভিযানে হরিণের মাংস জব্দ
আলী আজীম, মোংলা (বাগেরহাট):মোংলায় কোস্টগার্ড'র অভিযানে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চত করে মোংলা কোস্টগার্ড'র পশ্চিম জোন।
প্রেস নোটে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে ৯ ফেব্রুয়ারি ভোর ৫ টায় কোস্ট গার্ড বেইস মোংলার একটি টহল দল বাগেরহাট জেলার মোংলা থানা সংলগ্ন ডাংমারি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করে। অভিযানে হরিণ শিকারীরা কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বিধায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত হরিণের মাংস পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডাংমারি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্টগার্ড।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.