রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
মৌলভীবাজারের গুরুত্বপূর্ণ তিনটি স্থানে করোনা টিকাদান কর্মসূচি শুরু
মৌলভীবাজার জেলা প্রতিনিধি কপিল দেব দৈনিক শিরোমণিঃ মৌলভীবাজার পৌরসভার এলাকায় গুরুত্বপূর্ণ তিনটি স্থানে আজ থেকে করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ ১৫ই(ফেব্রুয়ারি)মঙ্গলবার থেকে শুরু হয়ে এই টিকা কার্যক্রম চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত।
এদিকে আজ মঙ্গলবার সকালে পৌর কমিউনিটি সেন্টার গেইটের পাশে তৈরি বুথে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেল প্রশাসক মীর নাহিদ আহসান ও মৌলভীবাজারের পৌরসভার মেয়র ফজলুর রহমান। এদিকে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে চৌমোহনা (ইসলামিয়া লাইব্রেরির সামনে), কোর্ট রোড (পৌর কমিউনিটি সেন্টার গেইটের পাশে) এবং কুসুমবাগ (এস. আর প্লাজার সামনে) এই তিন স্থানে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। এ বিষয়ে মৌলভীবাজার পৌরসভা সূত্রে জানা যায় , ১৮ বছরের ওপরে যারা এখনো করোনা টিকা গ্রহণ করেননি তারা এই তিনদিন যেকোনো বুথে গেলেই টিকা নিতে পারবেন।সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা জন্ম সনদ এর কপি নিয়ে যেতে হবে।বে যাদের জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র নেই তারা নিজ ওয়ার্ডের কাউন্সিলরের প্রত্যয়নপত্র আনতে হবে। এদিকে এই উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন জনসাধারণ। পাশাপাশি মৌলভীবাজার পৌরসভার মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন লোকজন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.