জালালুর রহমান,মৌলভীবাজার প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ এশিয়ার অন্যতম,দেশের বৃহত্তম হাকালুকি হাওর।মৌলভীবাজারের জুড়ীতে হাকালুকি হাওরের,তুরল বিল নামক একটি জলমহাল।এই বিল খাস কালেকশন। সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী।কোন জলমহাল পাম্প মেশিন দিয়ে পানি শুকিয়ে বিলের মাছধরা সম্পূর্ণ অবৈধ। ইজারাদার আতিকুর রহমান (৩৮) পিতা গনি মিয়া সাং সুনাপুর (রাবার ড্যাম) তার সহযোগী অজ্ঞাত আরো সাত জন সহ একদল।আতিকুর রহমানের নেতৃত্বে অবৈধভাবে পাম্প মেশিন দিয়ে পানি শুকিয়ে বিলের মাছ বেশ কিছুদিন থেকে ধরছেন এবং চলমান এ মাছ ধরতেছে।এতে মাছের বংশ বিস্তার বিলুপ্তির পথে,দেশীয় প্রজাতির মাছ সহ।সরজমিনে ঘুরে দেখি,তুরল বিল ও কন্টিনালা নদীর বিভিন্ন স্থানে পাম্প মেশিন দিয়ে পানি শুকিয়ে মাছ ধরা হয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে মুঠোফোনে কথা হয়,আতিকুর রহমানের সাথে তিনি বলেন টাকা দিয়ে বিল ইজারা এনেছি আমরা মেশিন দিয়ে পানি শুকিয়ে বিলে মাছ ধরছি তা সত্য কারণ হল পানি না শুকালে মাছ ধরা যায় না।এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মৎস্য অফিসার আবু ইউসুফ বলেন মেশিন দিয়ে পানি শুকিয়ে বিলের মাছ ধরা অবৈধ,আমি খোঁজ নিয়ে দেখবো।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]