মোঃ শাহিন আহমেদ বিশেষ প্রতিনিধি মৌলভীবাজার: সন্ধ্যার পর থেকে সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশা আচ্ছন্ন করে রাখছে শ্রীমঙ্গলের প্রকৃতিকে। পোষের এই সময়ে শীতলতা প্রকৃতিতে জেঁকে বসছে।
কয়েক দিন ধরেই সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত কিছুটা শীত শীত ভাব অনুভূত হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। দুপুর থেকে বিকাল পর্যন্ত মাঝে মধ্যে গরম থাকলেও রাতে মিলছে শীতের আমেজ। আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র বলছে, শ্রীমঙ্গলে শীত পড়তে শুরু করেছে। এ মাসে পুরোদমে শীতের আমেজ পাওয়া যাবে।
প্রতিবছরই শীত উৎসবের আমেজ নিয়ে আসে। তবে এর তীব্রতা বাড়লে জীবনযাত্রা বিপন্নও হয় প্রান্তিক মানুষের। বিশেষ করে, দরিদ্রেরা পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে দুর্ভোগের শিকার হন। গৃহহীন, ছিন্নমূলেরাও অসহনীয় কষ্টের শিকার হয়। এ সময় শীতজনিত নানা রোগও দেখা দেয়।
শুক্রবার সকালে শ্রীমঙ্গল হাইলহাওর এলাকার রাস্তায় কথা হয় পথচারী সোহেল মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘এবার একটু আগেই শীত পড়তে শুরু করেছে। ঘন কুশায়ার কারণে প্রতিদিন সকালে হাঁটতে বের হই।’
জঙ্গলবাড়ী চা বাগানের ব্যবস্থাপক জনাব মাহবুব আলম মিজবাহ দৈনিক শিরোমণিকে বলেন, ‘ঘন কুশায়ার কারণে একটু শীতের আমেজ দেখা দিয়েছে। বেশি শীত পড়াটা চায়ের জন্য ক্ষতিকর। এবার কিন্তু চায়ের উৎপাদন ভালো।’
শ্রীমঙ্গল আবহওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘শ্রীমঙ্গল পাহাড়ি এলাকায় হওয়ায় শীতের প্রভাব একটু বেশি লক্ষ্য করা যায়। ১১° সেলসিয়াস তাপমাত্রা
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]