কপিল দেব মৌলভীবাজার জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ২য় দিনের বাছাই কার্যক্রমে, ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প টেস্ট সম্পন্ন হয়েছে। জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আজ (২৩ মার্চ) বুধবার সকাল থেকে বাছাই কার্যক্রম শুরু হয়।তিনদিন ব্যাপী বাছাই কার্যক্রমের আজ ২য় দিন। এতে প্রথম দিনে উত্তীর্ণ ৮৬৪ জনের মধ্যে ৮৪৬ জন প্রার্থী অংশগ্রহণ করে (১৮ জন অনুপস্থিত)।
আজ অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্ট থেকে ১২৫ জন প্রার্থী ডিস কোয়ালিফাইড হয়।এদিকে আগামীকাল ২৪ মার্চ ২০২২ উত্তীর্ণ ৭২১ জন প্রার্থী নিয়ে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে তৃতীয় দিনের বাছাই কার্যক্রম শুরু হবে। এতে পুরুষ প্রার্থীদের ১৬শ মিটার দৌড় ও নারী প্রার্থীদের জন্য ১হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শারীরিক সক্ষমতার চূড়ান্ত প্রমাণ দিতে হবে।শারীরিক সক্ষমতায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। এবার মৌলভীবাজারে ৪৫ জন্য পুরুষ ও ৮ জন নারীসহ মোট ৫৩ জন কনস্টেবল নিয়োগ দেয়া হবে।