কপিল দেব,মৌলভীবাজার জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’।মৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।আজ মহান মে দিবসে ১লা (মে) রবিবার সকালে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন প্রধান কার্যালয় শমসেরনগর রোড হতে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এসে এক আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমানের নেতৃত্বে র্যালী বের করা হয়। উক্ত র্যালী ও আলোচনায় জেলার বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। উক্ত র্যালী ও আলোচনায় জেলার বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]