কপিল দেব, জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় আজ ২রা (এপ্রিল) সোমবার মৌলভীবাজারের জেলা শহরের পশ্চিম বাজার, টিসি মার্কেট, কোর্ট বাজার ও চাঁদনীঘাট বাজারে ভোজ্যতেল অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসনের ৪টি দল।
এ সময় ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য (ভোজ্যতেল) বিক্রি করায় এবং পণ্য (ভোজ্যতেল) নিয়মানুযায়ী সরবরাহ না করার অপরাধে ১৫ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ এবং ৪৫ ধারা অনুযায়ী সর্বমোট ৫৩০০০/- টাকা জরিমানা করা হয়।
এসময়ে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঊর্মি রায়, অর্ণব মালাকার, শাহীন দেলোয়ার এবং সৈয়দ সাফকাত আলী। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে জেলা পুলিশের একটি দল।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]