রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
মৌলভীবাজারে শুরু হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শণী
মৌলভীবাজার জেলা প্রতিনিধি কপিল দেব দৈনিক শিরোমণিঃ মৌলভীবাজারে শুরু হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শণী।ডিম, দুধ, মাংসের উৎপাদন বৃদ্ধি ও জনসচেতনতা বাড়াতে শুরু হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শণী।আজকের প্রাণিসম্পদ এ প্রদর্শনীতে ৩০টি প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টল বসেছে।আজ ১৬ই (ফেব্রুয়ারি) বুধবার সকালে প্রাণী সম্পদ বিভাগ প্রাঙ্গণে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২১ ফিতা কেটে উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি। এদিকে অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল গুলো পরিদর্শন করেন। প্রদর্শনীতে গৃহপালিত প্রাণী গরু, ছাগল, হাঁস, মোরগসহ বিভিন্ন প্রাণীর ষ্টল দিয়েছেন স্থাণীয় খামারীরা।এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো আব্দুস ছামাদ,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারি অফিসার ডা: এ জেড এম ওয়াহিদুল আলম। এছাড়াও উপকারভোগী ও খামারীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান। উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পল্টিবিজনেস এসোসিয়েশন সভাপতি শেখ মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক।এ সময় উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন মেধা সম্পন্ন জাতি গঠনে খাবারে প্রয়োজনীয় পুষ্টির দরকার।খামারীদের প্রশিক্ষন ও সহযোগীতার মধ্যদিয়ে মানুষের পুষ্টির চাহিদা পূরণ করছে প্রাণী সম্পদ বিভাগ। তবে জেলা ও উপজেলা পযায়ের অফিসে লোকবল সংকট নিরসন করলে মানুষ আরো উপকৃত হবে এবং প্রাণী সম্পদ বিভাগের কার্যক্রম আরো গতিশীল হবে বলে মনে করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.