কপিল দেব মৌলভীবাজার জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মৌলভীবাজারে হার্ট ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্থর স্থাপন হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার ঘড়ুয়া গ্রামে চার বিঘা জমির ওপর নির্মাণ হচ্ছে হার্ট ফাউন্ডেশন। হার্ট ফাউন্ডেশনের জন্য চারবিঘা জমিদান করেন ঘড়ুয়া গ্রামের প্রবাসী ডা. সুধেন্দু বিকাশ দাশ। ফাউন্ডেশনের যাতায়াতের রাস্তার জন্য ভূমি দান করেন ঘড়ুয়া গ্রামের বাসিন্দারা। আজ ২৩শে (এপ্রিল) বিকেলে এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান।
উক্ত অনুষ্ঠানে হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজারের সভাপতি সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলীর খোকনের সঞ্চালনায়, উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মসুদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, কানাডা প্রবাসী প্রকৌশলী সৈয়দ আব্দুল গফ্ফার সাজু, ব্যবসায়ী আব্দুল হান্নান বাবু, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, অ্যাডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস, ব্যবসায়ী সৈয়দ মুনিম আহমদ রিমন, খয়রুজ্জামান শ্যামলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।