রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নিবার্চন সম্পন্ন
মৌলভীবাজার জেলা প্রতিনিধি কপিল দেব দৈনিক শিরোমণিঃ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট এ. এস. এম. আজাদুর রহমান আজাদ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট বদরুল হোসেন ইকবাল। ২৪শে (ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাত ১০টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট ভূপতি রঞ্জন চৌধুরী।এদিকে আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।এদিকে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ৪১২ জন ভোটারের মধ্যে ৩৭৬ জন ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২২ জন প্রার্থী।এদিকে ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে সভাপতি এডভোকেট এ. এস. এম. আজাদুর রহমান আজাদ ১৮৮ ভোট পেয়েছেন ও এডভোকেট আব্দুল মতিন চৌধুরী ১৯২ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত এডভোকেট বদরুল হোসেন ইকবাল পেয়েছেন ১৫১ ভোট। এডভোকেট এ. কে. এম মোস্তাফিজুর রহমান চৌধুরী ২১৮ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। লাইব্রেরি সম্পাদক পদে এডভোকেট সুবিমল লিন্দকিরি পেয়েছেন ২২১ ভোট এবং এডভোকেট সৈয়দ সাকির আহমদ ২৩৩ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।এদিকে কার্যনির্বাহী কমিটির সদস্যের ৫টি পদে নিবার্চিত
১।এডভোকেট রুকসানা বেগম ২৫০ ভোট।
২। এডভোকেট শতদল চক্রবর্তী ২৪৭ ভোট।
৩। এডভোকেট মো. হেসেন বখস ২৩৭ ভোট।
৪। এডভোকেট মো. কামরুল ইসলাম ২৩৩ ভোট।
৫। এডভোকেট আব্দুল্লাহ আলমগীর ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট ভূপতি রঞ্জন চৌধুরী। সহযোগী নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট আব্দুল মোমিত চৌধুরী ও এডভোকেট অম্লান দেব রাজু।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.