রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
মৌলভীবাজার পৌরসভার মেয়রের পিতা আর নেই
মৌলভীবাজার জেলা প্রতিনিধি কপিল দেব দৈনিক শিরোমণিঃ আজ শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১১ টা ৩০ মিনিটের দিকে শহরের লাইফ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।তাঁহার নামাজের জানাজা আজ শনিবার বিকাল ৫ টায় মৌলভীবাজার হযরত শাহ মোস্তফা (র:) মাজার সংলগ্ন টাউন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।আব্দুল হাই মোতালিব মিয়া মৌলভীবাজার শহরের বড়হাট এলাকার বড়বাড়ির স্থায়ী বাসিন্দা। তিনি মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ছিলেন। বিচারক এবং সমাজসেবক হিসেবে সকলের কাছে সমাদৃত ছিলেন। এদিকে পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি'র শোক ---মৌলভীবাজার পৌরসভার মেয়র , জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেলের পিতা আব্দুল হাই মোতালিব মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক বিবৃতি দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি। মন্ত্রী এক শোক বার্তায় বলেন, মরহুম আব্দুল হাই কর্মময় জীবনে একজন স্হানীয় জন প্রতিনিধি হিসেবে সৎ, সজ্জন বিশিষ্ট সমাজসেবক হিসেবে এলাকায় সমাদৃত ছিলেন, স্থানীয় বিভিন্ন সমস্যাদি সমাধানে অগ্রণী ভূমিকা পালন করেছেন।তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।আব্দুল হাই মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। চার ছেলের মধ্যে বড় ছেলে ফজলুর রহমান মৌলভীবাজার পৌরসভার মেয়র। ছোট ছেলে রুহুল আমিন রুহেল মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.