রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
মৌলভীবাজার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর নিয়ে পক্ষে-বিপক্ষে মানববন্ধন
মৌলভীবাজার জেলা প্রতিনিধি কপিল দেব দৈনিক শিরোমণিঃ মৌলভীবাজারের রাজনগরে সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর নিয়ে পক্ষে-বিপক্ষে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। এ বিষয়ে একাধিকবার প্রতিবাদ ও মানববন্ধন করেছেন দু'পক্ষ। এদিকে আজ ১৩ (ফেব্রুয়ারি) রবিবার দুপুরে রাজনগর কলেজ পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তরের পক্ষে অবস্থানকারীরা। একইসময়ে মৌলভীবাজার-কুলাউড়া ও ফেঞ্চুগঞ্জ সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন প্রতিবাদকারীরা। এদিকে মৌলভীবাজারের ‘রাজনগরের সর্বস্তরের জনসাধারণ’ এর ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়। এসময় কয়েকজন অবরোধকারীরা জানান, রাজনগর উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিসকে জনস্বার্থে সুবিধাজনক জায়গায় স্থানান্তর প্রশাসনের সময়পোযোগী সিদ্ধান্ত। কিন্ত রাজনগর বাজারের কয়েকজন নিজ স্বার্থের কথা চিন্তা করে এই স্থানান্তর প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করার পাঁয়তারায় লিপ্ত । তাহারা বলেন জনস্বার্থে রাজনগর সাব-রেজিস্ট্রি অফিসকে কলেজ পয়েন্ট এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানান।এদিকে রাজনগর সাব-রেজিস্ট্রার অফিস রাজনগর উপজেলা পরিষদ এলাকা থেকে রাজনগর কলেজ পয়েন্ট এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয় প্রশাসন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন রাজনগর বাজারের ব্যবসায়ীসহ দলিল লেখকরা। ইতোমধ্যে সাব-রেজিস্ট্রার অফিস স্থানান্তরের প্রতিবাদে দু'দফা মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও সুবিধাভোগীরা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.