ময়মনসিংহে ডিবির অভিযানে গরু ডাকাতির ৫ আসামী গ্রেফতার
এস.এম.জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহ :
ময়মনসিংহের মুক্তাগাছায় ১৬টি গরু ডাকাতির ঘটনায় ৫ আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ কামাল আকন্দ জানান, গত ২৭ সেপ্টেম্বর মুক্তাগাছা সদরের আরব এগ্রো ফার্মে দারোয়ানকে বেধে ১৬টি গরু ডাকাতি করে নিয়ে যায় একদল দস্যু।
এ ঘটনায় পরদিন মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করা হলে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। তারই ধারাবাহিকতায় ঘটনার কারন উদ্ঘাটন করে শনিবারে দেশের বিভিন্ন স্থান থেকে ৫ আসামীকে গ্রেফতার করা হয়।
ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ১টি প্রাইভেট কার, একটি তালা কাটার কাটার মেশিন, চাকু ও কেচি উদ্ধার করা হয়। আসামীরা হলেন রাব্বানী হোসেন (২৮),মাসুদ রানা (৩২), সবুজ হোসেন (২২) শহীদুল ইসলাম (২৮), এবং হুমায়ুন কবীর (৩৪)। আসামীদের মধ্যে তিনজন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]