রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১১ পৌষ ১৪৩১ | ২৩ জমাদিউস সানি ১৪৪৬
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু
এস. এম জামাল উদ্দিন শামীম,ময়মনসিংহঃ ১৯ সেপ্টেম্বর সকাল দশটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত সাতজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। নিহতরা হলেন- শেরপুরের শ্রীবর্দী উপজেলার ফাহাদ আলম (৩২) ও তার ছেলে তুরান ফাহাদ (৫)। নিহতরা কিশোরগঞ্জের নিকলী হাওড়ে ভ্রমনের জন্য যাচ্ছিল। হতাহতরা মাইক্রোবাস এবং পিকআপের যাত্রী। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, শেরপুর থেকে কিশোরগঞ্জের নিকলী হাওরে ভ্রমণে যাওয়ার পথে নান্দাইলের ডাংরী এলাকায় মাইক্রোবাসটির সঙ্গে ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুরান ফাহাদ নামে শিশুটির মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ফাহাদ আলমকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.