1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন

ময়মনসিংহে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

 

 

এস.এম জামাল উদ্দিন, শামীম,ময়মনসিংহঃ
গত ২০১৬সালের ১৪ই মার্চ নোয়াখালীর সোনাইমুড়ীতে মিথ্যা গুজব রটিয়ে ধর্মীয় উন্মাদনা করে হেজবুত তাওহীদের দুই সহকর্মীকে নৃশংসভাবে হত্যা,বাড়ীঘর লুটপাট ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের বিচার দাবীতে এবং সংগঠনের বিভিন্ন কৃষিভিত্তিক, শিল্পভিত্তিকও শিক্ষামূলক,উন্নয়নমূলক নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ ময়মনসিংহ জেলা।

১৬ই মার্চ সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নোয়াখালীর সোনাইমুড়ী সহ দেশের বিভিন্ন স্থানে হেযবুত তওহীদের বিভিন্ন সদস্যদের উপর হামলাসহ বিভিন্ন অন্যায় অত্যাচারের প্রতিবাদ ও বিচারের দাবী জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পাঠ করেন হেযবুত তওহীদ ময়মনসিংহ জেলার সভাপতি মোঃ রহমত উল্লাহ (রানা)। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবার দেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ এনামুল হক বাপ্পা।

এসময় হেযবুত তওহীদের সভাপতি মোঃ রহমত উল্লাহ (রানা)লিখিত বক্তব্য পাঠ করেন এবং জোড়া খুনের বিচারসহ ১১ দফা দাবী তুলে ধরেন।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ এনামুল হক বাপ্পা তার বক্তব্যে বলেন, গত ২৬ বছরে একটি ধর্মব্যবসায়ী উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী হেজবুত তওহীদের সদস্যদের উপর ৪০০ বারেরও বেশী হামলা চালিয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পৈশাচিক হামলাটি হয় ২০১৬ সালের ১৪ই মার্চ। সেদিন হেযবুত তওহীদের এমামের বাড়িতে নির্মাণাধীন মসজিদকে গির্জা বলে গুজব রটিয়ে ধর্মব্যবসায়ী শ্রেণী ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে। দিনভর চলে হামলা, জ্বালাও পোড়াও, রক্তপাত ও হত্যাকান্ড। সে সময় হেযবুত তওহীদের দুজন সদস্যকে হত্যা করে পেট্রোল ঢেলে লাশ পুড়িয়ে দেওয়া হয়।” তিনি অভিযোগ করে বলেন, ‘হত্যাকান্ডের ৫ বছর পেরিয়ে গেলেও অপরাধীদের বিচার হয় নি।

হামলার ঘটনায় জড়িত থাকা বহু আসামী স্থানীয় রাজনৈতিক দলগুলোর আশ্রয়ে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। আর সেই সুযোগ নিয়ে ধর্মব্যবসায়ী গোষ্ঠী ও কুচক্রী মহল পুনরায় হেযবুত তওহীদের এমামের বাড়ীতে হামলার ষড়যন্ত্র করছে।’ সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের এমামের বাড়ীতে হামলার সাথে জড়িত সকল হামলাকারীর দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা। বর্তমানে যারা হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যা হ্যান্ডবিল বিতরণ করছে তাদেরকে আইনের আওতায় আনা। হেযবুত তওহীদের উন্নয়ন প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। হেযবুত তওহীদের বিরুদ্ধে দেশজুড়ে ওয়াজ মাহফিলগুলোতে যারা অপপ্রচার ও মিথ্যাচার চালাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা। হামলার হুমকির মুখে থাকা হেযবুত তওহীদের সদস্যদের বাড়ীঘর, কৃষি প্রকল্প, কার্যালয় ও ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা। ধর্মব্যবসা, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন ইত্যাদির বিরুদ্ধে হেযবুত তওহীদের অনুষ্ঠানগুলোর যথাযথ নিরাপত্তা প্রদান করা।

হেযবুত তওহীদের বিরুদ্ধে যারা অনলাইনে হত্যার হুমকী, ছবিবিকৃতিসহ নানাবিধ সাইবার ক্রাইম করছে তাদেরকে আইনের আওতায় আনার দাবিসহ মোট ১১ দফা দাবী উত্থাপন করেন সংগঠনটি। সম্মেলনে উপস্থিত ছিলেন- বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Facebook Comments
১১ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি