পলাশ মাহমুদ,বেনাপোলঃ
বেনাপোল পৌরসভার ৫নং দিঘিরপাড় ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা কওছার আলী(৭২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক এক করে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন দেশের সূর্যসন্তানরা। যে মানুষগুলো অামাদের একটি স্বাধীন মানচিত্র উপহার দিয়েছেন, অামাদের পরবর্তী প্রজন্ম হয়তো অার তাদের মুখ থেকে বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধের ইতিহাস শুনতে পারবে না। সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা কওছার আলী যশোর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল ১৭ (জানুয়ারি) রবিবার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন ছেলে,তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তিনি দীর্ঘদিন যাবৎ নানা জটিল রোগে ভুগছিলেন।(সোমবার ১৮ই জানুয়ারি) বেলা সাড়ে এগারটায় তার জানাজা শেষে তাকে ভবারবেড়-দিঘীরপাড় কবরস্থানে দাফন করা হয়।দাফনের আগে শার্শা উপজেলা নিবার্হী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের নেতৃত্বে তার মৃতদেহকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার দেয়া হয়।এ সময় জানাযায় উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুখ হোসেন উজ্জ্বল, পৌর মেয়র আশরাফুল আলম লিটন, একতা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক সুমন হুসাইন,অর্থ সম্পাদক সহ সদস্য জাহিদ,শাহিন,আক্তারুল,মুরাদ। গার্ড অব অনারের পর তার মৃতদেহে পুস্পস্তবক অর্পণ করা হয়। এদিকে মুক্তিযোদ্ধা কওছার আলীর মৃত্যুতে শার্শা-বেনাপোলের রাজনৈতিক নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ ছাড়াও শার্শা বেনাপোলের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃিতক সংগঠনের নেতৃবৃন্দ।