বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল।
টাঙ্গাইলে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের শিশু শিক্ষার্থীদের মাঝে, শিক্ষা উপকরণ বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতার ওপর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থীর খাতা, কলম এবং উন্নত মানের খাদ্য বিতরণ করা হয়।
আমেরিকান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা শুশুয়া ভিলের আয়োজনে, শনিবার(০৮ জুন) বেলা ১১টায় ভুঞাপুরের চর শুশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত ওয়ার্কশপে আলোচনা করেন শুশুয়া ভিলের প্রতিষ্ঠাতা মাসুম মাহবুব, কো ফাউন্ডার এলিজা সুলতানা সহ অন্যান্য কর্মকর্তা মালিহা মাহবুব, আরিবা মাহবুব, আহনাফ মাহবুব। ওয়ার্কশপ পরিচালনা করেন ডঃ তাহমিনা জেরিন।
শুশুয়া ভিলের পক্ষ থেকে নিয়মিত শিক্ষার্থীদের খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেয়া হবে বলে জানানো হয়। শুশুয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মমিনে নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন।
আমেরিকান প্রবাসী মাসুম মাহবুব জানান, সুদূর প্রবাসে থাকলেও, চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের উন্নত চিকিৎসা এবং শিক্ষার মান বাড়ানোর জন্য আমৃত্যু কাজ করে যেতে চাই। আমার পরবর্তী প্রজন্ম যেন শিকড় ভুলে না যায়, সেজন্য বারবার ওদের নিয়ে চরাঞ্চলে আসি এবং এখানকার মানুষের সাথে সংযুক্ত রাখছি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]