মোঃ ইকবাল হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি :যশোরের শার্শা সীমান্ত থেকে আবারও ১৭ পিচ সোনার বার সহ (১ কেজি ৯৮৫ গ্রাম ওজনের) মোনতাজ হোসেন (৪৫) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি সদস্যরা।শুক্রবার (১৯ আগষ্ট) সকাল ১১টায় শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।আটক মোনতাজ বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে। ২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, ভারতে সোনা পাচারের গোপন খবরে, উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মোনতাজকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ১৭ পিচ সোনারবার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।সোনাসহ আটক মোনতাজকে শার্শা থানায় সোপার্দ করা হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।উল্লেখ্য, ১৭ আগষ্ট বুধবার সকালে উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে ১৬ পিচ সোনার বার সহ জনি নামে এক সোনা পাচারকারীকে আটক করে বিজিবি সদস্যরা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]