1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন

যশোরে ইউপি নির্বাচনে যাচ্ছে বিএনপি!

জেমস আব্দুর রহিম রানা যশোর জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
জেমস আব্দুর রহিম রানা যশোর জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এদিন যশোরের দু’টি উপজেলার ২২ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এই নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে ভোটারদের মধ্যে। কারা প্রার্থী হচ্ছেন তা নিয়ে চলছে হিসাব নিকাশ। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে। তাহলে কি বিএনপির কেউ ভোট করবেন না-এমন প্রশ্ন ভোটারদের মনে।এই প্রশ্নের উত্তর খুঁজতে কথা হয় বিএনপির জেলা-উপজেলা পর্যায়ের নেতাদের সাথে। তারা বলছেন, বিএনপি দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিবে না। তবে, দলের কোনো নেতাকর্মী যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চান সেটি তাদের ব্যক্তিগত বিষয়।এদিকে, চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে খবর পাওয়া গেছে।চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম আমাদের প্রতিবেদক জেমস আব্দুর রহিম রানাকে বলেছেন, দলীয়ভাবে নির্বাচনে না গেলেও তার দলের অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করবেন। তিনি কমপক্ষে তিনজন প্রার্থীর নাম বলেন। ভোট করার কথা জানান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল হাসানও। তিনি বলেন, দু’বারের চেয়ারম্যান ছিলেন তিনি । এবার দলীয় প্রতীকে নির্বাচন করার সুযোগ না থাকায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করবেন। তার পাশের ইউনিয়ন পাতিবিলায়ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করবেন বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান লাল।এভাবে যশোরের আট উপজেলার ৯৩ টি ইউনিয়নের বেশিরভাগে বিএনপির প্রার্থী থাকবেন বলে নেতারা ইঙ্গিত দিচ্ছেন। তবে, তারা ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন না। লড়াই করবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। যশোরে সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচন হয় ২০১৬ সালের মার্চ মাসে। ওই নির্বাচনে বেশিরভাগ ইউনিয়ন পরিষদের দখল যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের হাতে। ফলে, বিএনপির চেয়ারম্যান যশোরে সংখ্যায় কম। দলের তৃণমূল নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এতে কোনো ধরনের আপত্তি নেই হাইকমান্ডসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের। দলের কোনো নেতা যদি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান তাহলে তাকে নিষেধ করা হবে না। আবার কাউকে বলা হবে না নির্বাচনে প্রার্থী হওয়ার জন্যে। যে যার মতো করে প্রার্থী হতে পারবেন।জেলা বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, তৃণমূলের নেতৃবৃন্দ নানাভাবে চাপ দিচ্ছেন নির্বাচন করার জন্যে। তারা বলছেন, দলীয়ভাবে না হলেও তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান। তা না হলে ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মী ধরে রাখা কঠিন হবে বলে তারা মনে করছেন।তবে, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, যেখানে দলীয়ভাবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে আমরা এ বিষয়ে আর কিছু বলতে পারিনা। যদি কেউ নির্বাচন করেন সেটি তার ব্যাপার। নির্বাচনে যাওয়ার যুক্তি হিসেবে তৃণমূলের নেতারা বলছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান-মেম্বার পদে একাধিক প্রার্থী থাকেন। নেতাকর্মীরা ইচ্ছা অনিচ্ছায় কারো না কারো পক্ষ নেন। নিজ দলের প্রার্থী না থাকলেও তারা কারো না কারো পক্ষে অবস্থান করেন। এটি হলে নেতাকর্মী ধরে রাখা কঠিন হয়। এসব দিক বিবেচনা করে স্বতন্ত্র হিসেবে দলীয় প্রতীক ছাড়াই প্রার্থী দেওয়ার পক্ষে মত দেন অধিকাংশ নেতা।তারা বলেন, দলীয় প্রতীকে যদি বিএনপি নির্বাচনে নাও যায়, তারপরও স্বতন্ত্রভাবে নির্বাচন করার অনুমতি দেওয়া উচিত। শেষ পর্যন্ত সেটিই হচ্ছে। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে অংশ নেবে না। ফলে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি যে দলীয়ভাবে অংশ নিচ্ছে না সেটি নিশ্চিত। তবে, কেউ যদি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে চান সেক্ষেত্রে দল থেকে কোনো রকম বাধা দেওয়া হবে না। আবার কাউকে ভোট করার জন্যে উদ্বুদ্ধও করবেন না ঊর্ধ্বতন নেতৃবৃন্দ।সর্বশেষ, আসন্ন নির্বাচনে যশোরের বিভিন্ন ইউনিয়নে বিএনপি দলীয় প্রতীকে অংশ নিচ্ছে না বলে জানিয়েছেন যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। শনিবার দুপুরে তিনি জানান, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে যশোরে দু’টি উপজেলার ২২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে বিএনপি দলীয়ভাবে প্রার্থী দিবে না। তবে, কেউ যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চান তাহলে তাকে বাধা দেওয়া হবে না। তাছাড়া, ইউপি মেম্বার পদে যে যার মতো নির্বাচন করে থাকেন। এখানে দলীয় মনোনয়নের কোনো বিষয় নেই। ফলে, চেয়ারম্যান এবং মেম্বার পদে অনেকেই নির্বাচন করবেন বলে নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির কয়েকজন নেতা জানিয়েছেন। তারা বলেন, তাদের দল নির্বাচনমুখি। কিন্তু দীর্ঘদিন ধরে নির্বাচনে যাওয়ার পরিবেশ না পাওয়ায় নেতাকর্মীরা একেবারে নির্জীব হয়ে পড়েছেন। নির্বাচনে অংশ নিলে তারা কিছুটা হলেও উজ্জীবিত হবেন। সেই হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নেওয়ার চেষ্টা করবেন।১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কথা হয় চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলামের সাথে। তিনি বলেন, যেহেতু দল নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে সেই কারণে এ বিষয়ে আমার কোনো মন্তব্য করা সমীচিন না। তারপরও অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করতে চাচ্ছেন। ইতিমধ্যে কয়েকজনের নাম শোনা যাচ্ছে। বিশেষ করে হাকিমপুর ও পাতিবিলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানরা স্বতন্ত্রভাবে ভোট করবেন। এর বাইরে মনোনয়নপত্র জমা দেয়ার পর জানা যাবে আর কারা ভোট করছেন।হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান চৌগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল হাসান জানান, যেহেতু বিএনপি দলীয়ভাবে নির্বাচনে যাবে না। এ কারণে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবেন। তার মতো পাতিবিলা ইউনিয়নের চেয়ারম্যান লালও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করবেন বলে জানান মাসুদুল হাসান। একই অবস্থা ঝিকরগাছাসহ অন্যান্য উপজেলায়ও। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিন যশোরের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার ২২ টি ইউনিয়ন পরিষদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ অক্টোবর। এছাড়া, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, আপিল দাখিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর।যশোরের দুই উপজেলার যেসব ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে তার মধ্যে রয়েছে ঝিকরগাছার গঙ্গানন্দপুর, মাগুরা, শিমুলিয়া, গদখালি, পানিসারা, ঝিকরগাছা, নাভারণ, নির্বাসখোলা, হাজিরবাগ, শংকরপুর ও বাঁকড়া। একইদিন চৌগাছার ফুলসারা, পাশাপোল, সিংহঝুলি, ধুলিয়ানি, চৌগাছা, জগদীশপুর, পাতিবিলা, হাকিমপুর, স্বরূপদাহ, নারায়নপুর ও সুখপুকুরিয়া ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনেও বিএনপি দলীয়ভাবে প্রার্থী দিচ্ছে না। তবে, স্বতন্ত্রভাবে কেউ প্রার্থী হলে আপত্তি করবে না বিএনপি।
Facebook Comments
৯ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি