রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
যশোরে এমপি নাবিলের করোনা টিকা উদ্ভোধন
সুমন হোসেন, যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরে শুরু হয়েছে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কার্যক্রম। রোববার সকালে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদকে টিকা প্রদানের মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা করা হয়।যশোরে করোনার টিকা প্রদান শুরু
সকালে অন্যান্যের মধ্যে আরও টিকা গ্রহণ করেছেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, সিভিল সার্জন শেখ আবু শাহীন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায়, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর বিএমএ’র সভাপতি ডাক্তার একেএম কামরুল ইসলাম বেনু, উপসেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, যশোর জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোদাচ্ছের আলী ও পৌর কাউন্সিলর সন্তোষ দত্ত।যশোরে করোনার টিকা প্রদান শুরু
যশোরের সাত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে একই সময় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে বলে জানান সিভিল সার্জন শেখ আবু শাহীন। তিনি জানান, শুধুমাত্র নিবন্ধিতরাই এই টিকা গ্রহণের সুযোগ লাভ করবেন।যশোরে করোনার টিকা প্রদান শুরু
যশোরে টিকা গ্রহণের পর সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সিভল সার্জন শেষ আবু শাহীন ও প্রেসক্লাব যশোরের সভাপতি তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা সবাই এটা স্বাভাবিক হিসেবে অভিহিত করে বলেন, টিকা নিয়ে অহেতুক গুজব ও আতঙ্ক ছড়ানো হচ্ছে। এটা সবাইকেই গ্রহণ করা উচিত।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.