1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন

যশোরে কমলা চাষ করে যুবকের স্বপ্নপূরণ

ইকবাল হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

ইকবাল হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি : যশোরের শার্শায় রামরঙ্গন কমলা চাষ করে স্বপ্নবাজ যুবকের স্বপ্নপূরণ হতে চলেছে।যশোরের মাটিতে সুস্বাদু রামরঙ্গন কমলা লেবু তিনিই প্রথম চাষ করেছেন বলে দাবি তার।সুমিষ্ট ফল রামরঙ্গন লেবু চাষের অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে শার্শায়। শার্শার মাটিতে উৎপাদিত রামরঙ্গন কমলা লেবু চীনসহ অন্য যে কোনো দেশ থেকে আমদানিকৃত রামরঙ্গন লেবুর চেয়ে মিষ্টি ও সুস্বাদু। বিভিন্ন জাতের আম,কুল, আঙ্গুর, কমলা,ড্রাগন,স্ট্রবেরি,মালটা, লিচু চাষের পর এবার রামরঙ্গন কমলা চাষে সফল হল শার্শার এক যুবক।

নার্সারী ব্যবসার পাশাপাশি শখের বসে রামরঙ্গন কমলা চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন যশোরের শার্শা উপজেলার পানবুড়িয়া গ্রামের কৃষক অহিদুজ্জামান।
বুক সমান গাছ।কোনটা আবার ৫/৬ ফুট ছাঁড়িয়েছে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে নজরকাড়া ছোট ছোট হলুদ রঙের রামরঙ্গন কমলা লেবু। এরই মধ্যে অনেক ফলেই পাকা রং ধরেছে। ফলটির নাম ‘রামরঙ্গন’ এটা কমলার একটি ভ্যারাইটি জাত।এই জাতের কমলা চাষে সুবিধা হচ্ছে ‘পূনাঙ্গ পরিপক্ব হওয়ার পরও এটা গাছ থেকে ঝরে পড়ে না।পরিপক্কের পরও অন্তত ফলটি এক মাস গাছে রাখা যায়।’
ভারত ও চীন দেশে ব্যাপক চাষ হয় ফলটির। তবে যশোর জেলার শার্শা উপজেলার পানবুড়িয়া গ্রামের স্বপ্নবাজ যুবক অহিদুজ্জামানের বাগানে এই ফলটির চাষ হয়েছে। ফলনও হয়েছে বেশ ভালো।রামরঙ্গন কমলা চাষ দেখতে আশে পাশের লোক সহ দূরদুরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। দেখছেন, কেউবা আবার তুলছেন ছবি।
রামরঙ্গন কমলাচাষি অহিদুজ্জামান জানান,তিনি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ২বিঘা জমি ১০বছর মেয়াদে বর্গা নিয়ে ১৯৬টি রামরঙ্গন চায়না কমলার চারা রোপন করেন। সে সময় তিনি সঠিক জানতেনও না, এই গাছে কেমন ফল হবে।প্রথম বছর কিছু ফল আসে। সে ফল খুব সুস্বাদু হওয়ায় তাতে কলম বাঁধি।পরে দু’বিঘা জমিতে ওই চারা লাগালে দ্বিতীয় বছর গাছে ফল ভরে গেছে।
প্রথম বছর তার ফল বিক্রি হয়েছিল এক লাখ ৬৬ হাজার টাকা।তবে এবছর বাগানের ফল ৮থেকে ১০ লাখ টাকায় বিক্রি হবে বলে আশা করছেন তিনি।ফলে অহিদুজ্জামান আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন।
তিনি বলেন,দুই বিঘা জমিতে রামরঙ্গন কমলার চাষ করতে প্রথম বছর ৮০ হাজার টাকা খরচ হয়।বছরের যে কোন সময় চারা রোপন করা যায়।শুষ্ক মৌসুম হলে সেচের ব্যবস্থা করতে হবে।সাধারণত নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে ফল হারভেস্ট করতে হবে।
সামান্য কিছু পরিচর্যা করলেই এ চাষে সাফল্য আসে।রামরঙ্গন কমলা চাষে পোকামাকড়ের আক্রমণও কম। একটি পূর্ণ বয়স্ক গাছ থেকে এক মৌসুমে দেড়মন থেকে দুই মন রামরঙ্গন কমলা পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। আগামী মৌসুমে প্রতিটি গাছে দুই মন কমলা পাওয়ার আশা অহিদুজ্জামান।প্রায় প্রতিদিন দর্শনার্থীদের ভিড়ে মুখরিত থাকে এই বাগান চত্বর। তখন মনটা খুশিতে ভরে যায়।
তিনি জানান, সর্বপ্রথম ২০২২ সালে টেলিভিশনে একটা প্রতিবেদন দেখি ‘দেশের মাটিতে বিদেশি ফলের চাষ হচ্ছে’। প্রতিবেদনটি দেখার পরে রামরঙ্গন কমলা চাষের আগ্রহ জন্মায়।
নাভারন সাতক্ষীরা মহাসড়কের কুচেমোড়া বাসস্ট্যান্ডের পাশে ‘জিসান নার্সারীর’ মালিক অহিদুজ্জামান বলেন,
আগে আম,পেয়ারা,মাল্টা,কুল চাষ করে সাফল্য পেয়েছি।তারপর বর্গা নেওয়া ওই জমিটি রামরঙ্গন কমলা চাষের উপযোগি করে মাটি প্রস্তুত করি।
বাগান ঘুরে দেখা গেছে,হলুদ রঙে থোকায় থোকায় রামরঙ্গন কমলা লেবুতে ছেয়ে গেছে পুরো বাগান। যা দেখে যে কারোরই মন ভরে উঠবে।
যদি কমলার আবাদ করা হয় তাহলে শুধু এই অঞ্চলের উৎপাদিত কমলা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করাও সম্ভব হবে। তাই বিপুল পরিমাণ অর্থ খরচ করে দেশের বাইরে না গিয়ে তরুণ,বেকার এবং শিক্ষিত যুবকদের রামরঙ্গন কমলার বাগান করার পরামর্শ দেন অহিদুজ্জামান।
তিনি আরো বলেন, “রামরঙ্গন কমলার চারা গুলো মূলত ২ বছরের মধ্য ফলন দেয় যা ২০ থেকে ২৫ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। দুই বিঘা জমিতে ১৯৬টি চারা থেকে শুরু হওয়া শখের বসে গড়ে তোলা এই বাগান এখন চার বিঘা জায়গায় রুপ নিয়েছে।
তার “জিসান নার্সারী” মূলত কৃষি বিপ্লব করায় মূখ্য উদ্দেশ্য বলে জানান এই নতুন কমলাচাষী।নার্সারী ব্যবসার মাধ্যমে রামরঙ্গন কমলার চারা তৈরি করে বিক্রি করছেন। প্রতিটি চারা তিনি বিক্রি করছেন ৬০টাকা দরে।এখান থেকে চারা সংগ্রহ করে অনেকেই বাগান তৈরির পরিকল্পনা নিয়েছেন।
ঝিকরগাছার ফলের ব্যাপারি আব্দুল মজিদ বলেন,দেশে চায়না জাতের রামরঙ্গন কমলার ব্যাপক চাহিদা রয়েছে।এই কমলা বিদেশ থেকে আমদানি করতে প্রায় ফলের দামের সমান ভ্যাট ও খরচখরচা হয়ে যায়।দেশি এই ফলগুলো একশ টাকা কেজি দরেও ভালভাবে বিক্রি করতে পারি।তাতে ভাল লাভও হয়।
শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন,শার্শা উপজেলার আবহাওয়া ও মাটি বিভিন্ন ফল চাষের জন্য উপযোগী। বিভিন্ন দেশি বিদেশি জাতের আম,কুল,আঙ্গুর,কমলা, ড্রাগন,স্ট্রবেরি, মাল্টা,লিচু ও চায়না লেবু (কমলা) চাষের জন্য এই মাটি উপযোগী।
চাষ সম্পর্কে তিনি বলেন,বেলে-দোআঁশ মাটিতে জুন-জুলাই মাসে চারা লাগালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তাতে ফল পাওয়া যাবে।তবে ব্যাগিং চারা যে কোন সময় সেচ দিয়ে লাগানো সম্ভব।
Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি