সুমন , যশোর জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউ সীমান্তবর্তী যশোর জেলায় অপ্রতিরোধ্য গতিতে বেড়েই চলেছে।আর করোনার এই মহামারী নিয়ন্ত্রণে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিদিন লকডাউন বাস্তবায়ন ও জনগণকে করোনার বিষয়ে সচেতন করতে জনসমাগম এড়িয়ে চলা,ব্যবসা প্রতিষ্ঠান, হাটবাজারে ক্রেতা ও বিক্রেতা উভয়ের মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখা,মোড়ে মোড়ে চায়ের দোকানে গণ জমায়েত না করাসহ সার্বিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করছে জেলা প্রশাসন যশোর।যশোর সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্যমতে গত দুই মাসের তুলনায় চলমান জুন মাসে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক বেশি। গত ২৪ ঘন্টায় ২৩০ জনের নমুনা পরীক্ষায় ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার হিসাব অনুযায়ী আক্রান্তের হার ৩৯.১৩%।এছাড়াও যে ৩ জন মারা গিয়েছেন তাদের ২ জন করোনা রোগী ও অপরজনের করোনার উপসর্গ ছিল। এ নিয়ে গত এক সপ্তাহে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন মৃত্যু বরণ করেছেন।
২৭ views