আমিনুর রহমান:যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহি ভাটপাড়া জগন্নাথ আশ্রমের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও জাঁকজমকপূর্ণভাবে রথযাত্রা উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপি জগন্নাথ আশ্রমে ধর্মীয় কার্যাদি সম্পন্ন শেষে বিকাল ৫ টায় ভাটপাড়া বাজারস্থ রথ মন্দির থেকে রথে চড়ে জগন্নাথ, শুভদা ও বলরাম দেবতা মামা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়।পুনরায় ৮ দিন পর ২৮ জুন মামা বাড়ি থেকে বাড়িতে ফিরতি যাত্রা করবে।কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই রথযাত্রা মেলা সম্পন্ন হয়।তবে একজন মহিলার স্বর্ণের চেইন এবং কয়েকটি মোবাইল হারানোর সংবাদ পাওয়া যায়। পুলিশ প্রশাসনের সদস্য এবং পরিচালনা কমিটির সদস্যরা ছিল তৎপর। মেলা পরিদর্শন করেন মহান জাতীয় সংসদের সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, অভয়নগর থানার ওসি(তদন্ত) মিলন কুমার মণ্ডল।এছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আকরামুজ্জামান কুদ্দুস, সাধারণ সম্পাদক মল্লিক শওকত হোসেন, সিনিয়র সহসভাপতি মোল্যা আতিয়ার রহমান,ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]