সুমন হোসেন, যশোর জেলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
মঙ্গলবার যশোরে নতুন করে ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন শেখ আবু শাহীন।তিনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে সোমবার যশোরের ২১৫ জনের নমুনা পরীক্ষা করে ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।যশোর শহর ঘুরে দেখা গেছে নেই কোনো সামাজিক দূরত্ব। একটি সিএনজিতে ডাবল ভাড়া নেওয়া হচ্ছে কিন্তু রাখা হচ্ছে না সরকারি বিধি নিষেধ দুজনের জায়গায় একজন বসার নিয়ম থাকলেও সেখানে দুজনই বসে যাতায়াত করছে। ভারতীয় ভেরিয়েন্ট ধরা পড়ার পর যশোর শহরে প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ, সচেতনতা বৃদ্ধিতে প্রচার মাইকে সচেতনতা বৃদ্ধি করা সহ নানা রকম পদহ্মেপ নিলেও আটকানো যাচ্ছে না করোনা আক্রান্ত রোগীর হার। প্রশাসনিক ইউনিটের সাথে কথা বলে জানা গেছে,নিজেরা সচেতন হতে হবে তবেই আক্রান্তের হার কমিয়ে আনা সম্ভব। যশোরে আক্রান্তের হার হুহু করে বেড়ে চলেছে। তবুও পাবলিক পরিবহনে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব নেওয়া হচ্ছে দ্বিগুণ ভাড়া। এতে করে সাধারন মানুষেরা ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অনেকে মন্তব্য করেছেন।যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, দ্বিগুন ভাড়া নিলেও তাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ব্যার্থ পরিবন শ্রমিকরা। এমতাবস্থায়, প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী জনসাধারণ।
৬০ views