রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
যশোরে সাংবাদিকের সাথে এ এসপি মতবিনিময় করেন
ঝন্টু কেশবপুর যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
যশোর জেলার নবাগত সহকারী পুলিশ সুপার (মণিরামপুর-কেশবপুর সার্কেল) আশেক সুজা মামুন বলেছেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং সন্ত্রাস দমনে পুলিশের ন্যায় সাংবাদিকদের ভূমিকাও অতুলনীয়। করোনা সংকট মোকাবেলায় পুলিশ অনন্য ভূমিকা রেখেছে। এক্ষেত্রে সাংবাদিকরাও ছিলেন সম্মুখ সারিতে। আমরা জনতার পুলিশ হতে চাই। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে কোনো দালাল থাকবে না। সাধারণ মানুষ সরাসরি পুলিশের সেবা পাবেন। সোমবার রাতে কেশবপুর থানায় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় মধ্যে বক্তৃতা করেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি মোল্লা আব্দুস সাত্তার কোষাধ্যক্ষ সামছুর রহমান, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী সদস্য নূরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল ফুয়াদ, হাজী রুহুল কুদ্দুস প্রমুখ। সাংবাদিকরা কেশবপুরের কিশোর গ্যাংয়ের অত্যাচার, মাদক ব্যবসায়ীদের তৎপরতা ও উপজেলার বিভিন্ন বাজারসহ মোড়ে মোড়ে স্কুলগামী শিক্ষার্থীদের ক্যারাম বোর্ডের জুয়ার মধ্যে জড়িয়ে পড়ার কথা তুলে ধরেন।সাংবাদিকদের বক্তব্যের পরেই সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের চিহ্নিত করে কেশবপুর থানার ওসিকে ফাইল খোলার নির্দেশনা দেন। এছাড়াও উপজেলার বিভিন্ন হাট বাজার ও মোড়ের ক্যারাম বোর্ড খেলা বন্ধ করে দিতে বলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.