বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : গতকাল মঙ্গলবার যশোর-নড়াইল সড়কের শ্রীরামপুর ইটভাটার সামনে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৩ জন। এদিন বিকালে উপজেলা চাড়াভিটা শ্রীরামপুর ইটভাটার সামনে দুইটি মোটর সাইকে মুখো মুখি সংঘর্ষে ঘটনা স্থানে জামদিয়া ইউনিয়নের তেঘরী গ্রামের মিজানুর রহমানের ছেলে ইয়াসিন আলী (৩০) নিহত হয়। এসয়ম আহত হয় একই গ্রামের জুলফিক্কার আলীর ছেলে সাব্বির হোসেন(৩০) এছাড়া নড়াইল লাহুড়ি গ্রামের আনোয়ার মোল্যার ছেলে আল-আমিন (৩০) একই গ্রামের আমানত শেখের ছেলে কাবুল হোসেন(৩০) গ্রুত্বর আহত হয়েছে। আহতদের মধ্যে নড়াইল লাহুড়ি গ্রামের আনোয়ার মোল্যার ছেলে আল-আমিন এর অবস্থা গ্ররুতর হওয়ায় যশোর থেকে তাকে খুলনা আড়াইশ বেডে স্থান্নতর করা হয়েছ্।ে বাকীদের যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা বলছেন বেপরোয়া গতিতে তারা মোটর সাইকেল চালিয়ে নিতহ ইয়াসিনরা চাড়াভিটা বাজারের দিকে আসছিলো, আহত নড়াইল লাহুড়ি গ্রামের আনোয়ার মোল্যার ছেলে আল-আমিনরা যশোর থেকে নড়াইলের দিকে যাওয়ার পতিমধ্যে যশোর-নড়াইলের চাড়াভিটা শ্রীরামপুর ইটভাটার সামনে আসলে দুটি মোটর সাইকেল ডিসকভার ও পালসার মুখো মুখি সংঘর্ষে ঘটনা স্থানেই ইয়াসিন নামের এক যুবক মারা যায়, এসয়ম সাস্থীয়রা নিতহসহ আহতদের যশোর ২৫০শয্যা হাসপাতালে পাঠিয়ে দিলে কর্তব্যরত ডাক্তার ইয়াসিনকে মৃত্যু বলে ঘোষনা করেন ও নড়াইল লাহুড়ি গ্রামের আল-আমিন এর অবস্থা গ্ররুতর হওয়ায় যশোর থেকে তাকে খুলনা আড়াইশ বেডে স্থান্নতর করেন। দূর্ঘটনার সংবাদ পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ ও নড়াইল জেলার তুলারামপুর ফাড়ির হাইওয়ে পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেন ও দূর্ঘটনায় কবলিত মোটর সাইকেল দুটি বাঘারপাড়া থানা হিফাজতে নিয়ে আসেন