রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
যশোর শার্শায় ১ কেজি স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
শনিবার (৮এপ্রিল) দুপুরে এ চালানটি আটক করা হয়।সে শার্শা থানার গোগা ইউনিয়নের অগ্রভুলোট গ্রামের আব্দুল হালিম এর ছেলে। আটক স্বর্ণের মালিক গোগা ইউনিয়নের অগ্রভুলোট গ্রামের মেম্বার তরিকুল ইসলাম বলে বিজিবির কাছে স্বীকার করেন আটক আসামি।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল তানভীর রহমান পিএসসি জানান.গোপন সংবাদে জানতে পারি পাচভূলেট সীমান্তে দক্ষিণপাড়া এলাকা দিয়ে একটা স্বর্ণের চালান ভারতে পাচার হবে এমন সংবাদে পাচভূলেট সীমান্ত এলাকা অভিযান চালিয়ে ১কেজি ওজনের দুটি স্বর্নের চালান আটক করা হয়। আটক আসামিকে বিজিবি জিঞাসাবাদ করলে সে জানান অগ্রভুলোট গ্রামের তরিকুল মেম্বার স্বর্নের চালানটি ভারতে পাচারের জন্য তাকে দিয়েছে।বিনিময় তাকে মজুরি হিসাবে ২ হাজার টাকা দিয়েছে তরিকুল মেম্বার ।
উল্লেখ্য গত ১ বছরের ব্যবধানে ৩১ টি সফল অভিযানে ৯৭ কেজি স্বর্ণের চালান আটক করতে সক্ষম হয়েছে বিজিবি।যার মুল্য ৭৬ কোটি ৯৬,১৯৯ ৪৫ টাকা ।এ সময় ৩২ জন পাচারকারীকে আটক করে ২১ বিজিবি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.