মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের পর্দা উঠছে। এদিকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপের জন্য দল ঘোষণার সময় বেঁধে দিয়েছে আইসিসি। এরই মধ্যে দুই সপ্তাহ আগেই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে।
এদিকে বাংলাদেশ কবে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবে। কিংবা বিশ্বকাপ স্কোয়াড নিয়ে তাদের ভাবনাই বা কি। এমন জল্পনা-কল্পনার মাঝেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা নিয়ে বেশ কিছু তথ্য জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
স্কোয়াড নিয়ে মিনহাজুল আবেদিন নান্নু বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নিউজিল্যান্ড সিরিজ চলাকালেই ঘোষণা করা হবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। আগামী ২৪ আগস্ট জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগেই কোচ-অধিনায়কদের সাথে বসবেন নির্বাচকরা। যাচাই-বাছাই শেষে নিউজিল্যান্ড সিরিজের মাঝে দল ঘোষণা করা হবে।
কেমন হবে বিশ্বকাপ দল এমন প্রশ্নের জবাবে নান্নু বলেন, বিশ্বকাপ দল ঘোষণার এখনো সময় আছে। টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা হচ্ছে। ওদের চাহিদাও দেখতে হবে। বিশ্বকাপের উইকেট, কন্ডিশন জেনে-বুঝে দল দেওয়া হবে।
এদিকে, ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম পরামর্শ দিয়েছেন, অভিজ্ঞতা বা তারুণ্য নয়, সাম্প্রতিক ফর্মের বিচারে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা স্কোয়াড গঠনের। মুশফিক দলে ফিরলেও উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে সোহানের সামর্থ্য আছে বলেও মন্তব্য করেন তিনি।
কিউইদের বিপক্ষে হোম অ্যাসাইনমেন্টের পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। যেখানে তামিম-মুশফিক ছাড়াও স্কোয়াডে ফিরবেন লিটন দাসও। বিশ্বকাপের জন্য আইসিসির বেঁধে দেওয়া ১৫ সদস্যের স্কোয়াডে তাদের জায়গাটা প্রায় নিশ্চিত। তাহলে আগের দুই সিরিজের ইনফর্ম ব্যাটসম্যানদের কীভাবে মূল্যায়ন করবে বোর্ড!
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]