যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী অ্যাটর্নি হিসেবে যোগদান করছেন সায়মা মোহসিন। আগামী ২ ফেব্রুয়ারি মিশিগানের ডেট্রয়েটে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
মিশিগানের স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডেট্রয়েট ফ্রি প্রেস সোমবার এক খবরে জানিয়েছে, পাকিস্তানি বংশোদ্ভূত ৫২ বছর বয়সী সায়মা মোহসিন আগামী ২ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান অ্যাটর্নি ম্যাথেউ স্নেইডার ১ ফেব্রুয়ারি তার মেয়াদ শেষ করবেন।
তিন বছর ধরে দায়িত্ব পালন করা স্নেইডার গত বৃহস্পতিবার তার পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, ‘পূর্ব মিশিগানের বর্তমান প্রথম সহকারী অ্যাটর্নি মোহসিন আমার স্থলাভিষিক্ত হবেন।’
সায়মা মোহসিন ২০০২ সাল থেকে মার্কিন অ্যাটর্নি অফিসে কর্মরত থাকার পর এক দশক ধরে ফেডারেল প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
মুসলিম অ্যাডভোকেসি ও সিভিল রাইটস গ্রুপ- দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর) জানিয়েছে, এর আগে কোনো অ্যাটর্নি বা ভারপ্রাপ্ত অ্যাটর্নি মুসলিম ছিলেন বলে তাদের জানা নেই।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]