শিরোমণি ডেস্ক : করোনা সংক্রমণের দৈনিক বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলকে ছাপিয়ে গেছে ভারত। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী ভারতে শুক্রবার এক দিনে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ১২৯ জন। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ হাজার ২৪৯ জন কোভিডে সংক্রমিত হয়েছেন। -আনন্দবাজার, জি নিউজ
শুক্রবার পর্যন্ত গত এক সপ্তাহে ভারতে গড় দৈনিক আক্রান্ত ৬৮ হাজার ৯৬৯। সেখানে যুক্তরাষ্ট্রে ৬৫ হাজার ৭৫৩ এবং ব্রাজিলে ৭২ হাজার ১৫১। এদিকে, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছে ৭০ হাজার ২৩৮ জন এবং যুক্তরাষ্ট্রে ৬৯ হাজার ৮২২ জন। শুক্রবার পর্যন্ত গত এক সপ্তাহে গড় দৈনিক আক্রান্তের নিরিখেও যুক্তরাষ্ট্রকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে ভারত। যদিও এ ক্ষেত্রে শীর্ষে ব্রাজিল।
মোট করোনা সংক্রমণের নিরিখে যুক্তরাষ্ট্র শীর্ষ স্থানে, তার পরে ব্রাজিল এবং তৃতীয় স্থানে ভারত। মোট সংক্রমণের নিরিখে এর আগে দ্বিতীয় স্থানে উঠলেও দৈনিক সংক্রমণে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের অনেক পরেই ছিল ভারত। কিন্তু এখন দেশটিতে দৈনিক সংক্রমণের হার অনেক বেড়ে গেছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]