দেশেই নির্মিত চালকবিহীন যুদ্ধ ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ বা ডিআরডিও) এই পরীক্ষা চালিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।ডিআরডিও এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার কর্নাটকের চিত্রদুর্গের ‘অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ’ এ ওই যুদ্ধ ড্রোনের সফল পরীক্ষা চালান হয়।অটোনমাস ফ্লাইং উইং টেকনোলজি ডেমনস্ট্রেটর’ নামেও ওই ড্রোনের নকশা করেছে ভারতীয় সংস্থা ‘অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট’। চালকহীন এই যুদ্ধবিমান ভূমিতে থাকা লক্ষ্যবস্তুতে নিখুঁত ভাবে আঘাত হানতে সক্ষম বলে ডিআরডিওর একটি সূত্রে জানা গেছে। তবে শুধু ভূমিতে নয়, পাশাপাশি আকাশে শত্রু ড্রোনকে চিহ্নিত করে আকাশেই সেটিকে ধ্বংস করার প্রযুক্তিও এই ড্রোনে অন্তর্ভুক্ত করা যায় বলে ওই সূত্র দাবি করেছে।এদিকে, ডিআরডিওকে অভিনন্দন জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইটারে বলেন, চিত্রদুর্গের অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ থেকে ‘অটোনমাস ফ্লাইং উইং টেকনোলজি ডেমনস্ট্রেটরের সফল প্রথম ফ্লাইটের জন্য @ডিআরডিও_ইন্ডিয়াকে অভিনন্দন। এটা অটোনমাস বিমানের ক্ষেত্রে একটি বড় অর্জন যা সমালোচনামূলক সামরিক ব্যবস্থার ক্ষেত্রে আত্মনির্ভর ভারতকে পথ তৈরি করবে।প্রসঙ্গত,গত মাসের প্রথম দিকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৪ ব্যালাস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। চার হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে পারে এই মিসাইল। তাই এই মিসাইলের আওয়ায় ভারতের অধিকাংশ প্রতিবেশী দেশই চলে এলো। গত বছরই পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে ভারত। ওই ক্ষেপণাস্ত্র এক থেকে দুই হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। সেই সোমবার উৎক্ষেপন করা অগ্নি সিরিজের চতুর্থ ক্ষেপণাস্ত্রটি ভারতের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]