শেখ তোফাজ্জেল হেসেন দৈনিক শিরোমণিঃ যোগিপোল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন ও ইউপি সদস্যদের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সোমবার ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়।সকাল ১০টায় নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মীর কায়সেদ আলী, নবনির্বাচতি ইউপি সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে কেক কেটে অভিষেক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মীর কায়সেদ আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোড়ল আনিসুর রহমান, আব্দুর রউফ খান খোকন, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, দৌলতপুর থানা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা মাহফুজা সাহাবুদ্দিন, খানজাহান আলী বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ বিশ^াস, বিশিষ্ট ব্যবসায়ী সোবহান মোড়ল, মুফতি হুমাউন কবির বাচ্চু, আওয়ামী লীগ নেতা এফ এম জাহিদ হাসান জাকির,আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মাদ মুন্সি, মুক্তিযোদ্ধা বাবর আলী সরদার, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রুমা খন্দকার মুন্নি, সাধারণ সম্পাদিকা অম্বিকা রাণি মন্ডল, মাষ্টার শাহজাহান আলী। ইউপি সদস্য জিএম এনামুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটো, গোলাম কিবরিয়া, মো. রফিকুল ইসলাম রফিক, শেখ আমজাদ হোসেন, হাফিজুর রহমান, মাহফুজা বেগম। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকনকে মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদ, গ্রাম পুলিশ, খানজাহান আলী বিএম কলেজ, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করে। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান জাতীর সুর্য্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জেমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। অনুষ্টানে ইউনিয়নের সাবেক ও বর্তমান মেম্বর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।যোগিপোল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মীর কায়সেদ আলী, নবনির্বাচতি ইউপি সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে কেক কেটে অভিষেক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।