শেখ তোফাজ্জেল হোসেন দৈনিক শিরোমণিঃ শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি’র পক্ষ থেকে যোগিপোল ইউনিয়নের বিভিন্ন মসজিদ, ঈদগাহ ও মন্দিরে অনুদান প্রদান করেন যোগিপোল ইউনিয়নের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন। গতকাল সকাল সাড়ে ১১টায় যোগিপোল ইউনিয়ন পরিষদের হল রুমে চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন স্ব-স্ব প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের কাছে অনুদান হস্তান্তর করেন। এ সময় ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, হোসেন আলী হাওলাদার, খানাবাড়ী যুব সংঘ ক্লাব ও লাইব্রেরীর সভাপতি আবু হেনা বাবলু, সাধারণ সম্পাদক ও খানাবাড়ী ঈদগাহ কমিটির প্রচার সম্পাদক তৈয়বুর রহমান লিটন, ওয়ার্ড মেম্বর মো. মামুন শেখ, খানাবাড়ী ঈদগাহ কমিটির দপ্তর সম্পাদক মো. শফিউদ্দিন শফি, খানাবাড়ী শাহী মসজিদ কমিটির মো. মশিউর রহমান, মো. হামিদুল ইসলাম, মানিক মহানজ কাঞ্চনসহ প্রতিষ্ঠান গুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য খানাবাড়ী শাহী জামে মসজিদ, খানাবাড়ী ঈদগাহে মুদ্দারগোসলখানা, যোগিপোল বাইতুল হামদ জামে মসজিদ, তেলিগাতী নেপাল আশ্রম ও তেলিগাতী মধ্যপাড়া কালী মন্দির উন্নয়নে প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
Notifications