শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধিঃ দিঘলিয়া উপজেলার ০৬ যোগীপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নংওয়ার্ডের সমভোটপ্রাপ্ত আপেল প্রতিকের সরদার শহিদুল ইসলাম ও তালা প্রতিকের মামুন শেখের মধ্যে আগামী ৭অক্টোবর বৃহস্পতিবার পুনভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । সিন্ধান্ত হয়নি সদ্য নির্বাচিত সংরক্ষিত মহিলা মেম্বর(৪,৫,৬নং ওয়ার্ডের) ফিরোজা বেগমনের ইন্তেকালে এই শুন্য আসনে বিষয়ে।প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিঘলিয়ার ৬নং যোগিপোল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আপেল প্রতিকের সরদার শহিদুল ইসলাম ও তালা প্রতিকের মো. মামুনের মধ্যে ভোটের ফলাফল ড্র হওয়ায় নির্বাচন কমিশন কর্তৃক এই ওয়ার্ডে সমভোটপ্রাপ্ত দুই প্রার্থীর মধ্যে পুনভোট গ্রহণের তারিখ আগামী ৭ অক্টোবর নির্ধারণ করেছে। দিঘলিয়া উপজেলা নির্বাচনি কর্মকর্তা মোসা. নাছিমা আখতার জানিয়েছেন, গত ২০ সেপ্টেম্বর যোগিপোল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী সরদার শহিদুল ইসলাম ১৯২ ভোট ও তালা প্রতিকের মামুন ১৯২ ভোট পাওয়ায় ভোটের ফলাফল সমান হওয়ায় নির্বাচন কমিশন কর্তৃক এই ওয়ার্ডে সমভোটপ্রাপ্ত দুই প্রার্থীর মধ্যে পুনভোট গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে যোগিপোল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সমভোটপ্রাপ্তদের মধ্যে আগামী ৭ অক্টোবর পুনভোট গ্রহণের ব্যবস্থা করার জন্য। এদিকে যোগিপোল ইউনিয়নের সংরক্ষিত (৪,৫ ও ৬নং ওয়ার্ডের) মহিলা সদস্য ফিরোজা বেগমের মৃত্যুতে এই আসনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক এখন কোন নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।উল্লেখ্য প্রথম ধাপের গত ২০ সেপ্টম্বরের নির্বাচনে ৬নং যোগিপোল ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মো. সাজ্জাদুর রহমান লিংকন মটরসাইকেল প্রতিক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়। এই ইউনিয়নের সদস্য হিসাবে ১নং ওয়ার্ডের সাবেক মেম্বর কাজী শহিদুল ইসলাম পিটো, ২নংওয়ার্ডের জিএম এনামুল কবির, ৩নং ওয়ার্ডে আপেল প্রতিকের সরদার শহিদুল ইসলাম ( প্রাপ্তভোট ১৯২) ও তালা প্রতিকের মামুন শেখ (১৯২) ভোট পেয়ে ড্র করে। ৪নং ওয়ার্ডে মনির হোসেন, ৫নং ওয়ার্ডে গোলাম কিবরিয়া, ৬নং ওয়ার্ডে মো. রফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ডে আমজাদ হোসেন, ৮নং ওয়ার্ডে হাফিজুর রহমান এবং ৯নং ওয়ার্ডে শরিফুল ইসলাম নির্বাচিত হয়। সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে বর্তমান মেম্বর মাহফুজা বেগম, হাফিজা বেগম নির্বাচিত হয় এবং ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর ফিরোজা বেগম গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে অসুস্থতার কারণে ইন্তেকাল করেন।