নিজশ্ব প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন‘‘ করোনায় টালমাটাল বিশে^র অর্থনীতিতে ধ্বস নেমে যখন মন্দা অবস্থা বিরাজ করছে তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ, সুপরিকল্পিত এবং বলিষ্ট নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের মহাযগ্য চলছে। রাষ্ট পরিচালনায় বিশ^ মোড়লদের কাছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটি আইকন। ক্ষমতাধর রাষ্ট্র প্রধানরা এখন শেখ হাসিনার কৌশল অনুসর করতে রাষ্ট্র প্রধানদের পরামর্শ দিচ্ছে। এক সময়ের তলা বিহীন ঝুড়ি নাম ঘুচিয়ে এবং দেশকে ঋর্ণের দায় থেকে মুক্ত করে একটি স্বর্নিভর ক্ষুধা ও দারিদ্রমুক্ত মধ্য আয়ের দেশের পর এখন স্বল্প উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করেছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি গতকাল শুক্রবার যোগিপোল ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাব্দিপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। যোগিপোল ই্উনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং খানজাহান আলী থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ্ইউসুফ আলী খলিফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা শ্রম দপ্তরের শ্রম পরিচালক মো. মিজানুর রহমান, মহানগর আওয়ামী লীগের শ্রম বিষযক সম্পাদক শেখ ইউনুস আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্জ মোড়ল আনিসুর রহমান, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মো. সাহাবুদ্দিন আহম্মেদ, আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আক্তার, খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ প্রবীর কুমার বিশ^াস, আড়ংঘাটা থানার অফিসার্স ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে যোগিপোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব আসমা আক্তার, মেম্বর জিএম এনামুল কবির, মো, মামুন শেখ, মনির হোসেন, গেলাম কিবরিয়া, মো. রফিকুল ইসলাম, মো. আমজাদ হোসেন, মো. হাফিজুল ইসলাম, মেম্বর শরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাষ্টার শাহজাহান হাওলাদার, নুর মোহাম্মাদ মুন্সি, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন সাবু, আলহাজ্জ রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা স ম বাবর আলী, আওয়ামী লীগ নেতা মাষ্টার মতিয়ার রহমান, হোসেন আলী হাওলাদার, জয়নাল আবেদীন, আলমগীর হোসেন, মোস্তাফিজুর রহমান মানিক, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবু, জাহিদ আল মামুন, জুলহাস, শ্রমিক লীগ নেতা বায়জিত সরদার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা মানছুরুর রহমান।