ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ যোগীপোল ইউনিয়ন পরিষদের ২নং সংরক্ষিত(৪.৫ ও ৬নং ওয়ার্ড) আসনের সদস্য পদে উপ-নির্বাচনে প্রার্থীদের দাখিলকৃত তিনটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল ১৯ মে’ বৃহস্পতিবার রিটার্নিং কর্মবকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষনা দেন। আগামী ২৭’মে শুক্রবার সকালে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানাগেছে, দিঘলিয়ার ৬নং যোগীপোল ইউনিয়নের ২নং সংরক্ষিত আসনের উপ-নির্বাচনে অংশগ্রহনের জন্য মোট তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিল। গতকাল ১৯ মে’ বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। বিকার ৩টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থী সাহারা জলি খানম, মোছা. সেলিনা বেগম ও পারভীন বেগমের উপস্থিতিতে যাচাই-বাছাই কার্য্যক্রম শুরু হয়। যাচাই-বাছ্ইা শেষে দিঘলিয়া উপজেলা নির্বাচন অফিসার(অ.দা.) ও রিটার্নিং অফিসার সৌমেন বিশ^াস ছন্দ সকল প্রার্থীকে বৈধ বলে ঘোষনা দেন। আগামী ২৬ মে বৃহস্পতিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন পরদিন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং সংরক্ষিত এই আসনটিতে আগামী ১৫ জুন বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।দিঘলিয়া উপজেলা নির্বাচন অফিসার(অ.দা.) ও রিটার্নিং অফিসার সৌমেন বিশ^াস ছন্দ জানিয়েছেন, যোগীপোল ইউনিয়ন পরিষদের ২নং সংরক্ষিত(৪.৫ ও ৬নং ওয়ার্ড) আসনের উপ-নির্বাচনে অংশ নিতে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিল। বৃহস্পতিবার সকল প্রার্থীদের উপস্থিতিতে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাইয়ে তিনজন প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। উপস্থিত প্রার্থীরা পরস্পরের বিরুদ্ধে কোন অভিযোগ না এনে নির্বাচনে সহযোগিতার আশ^াস প্রদান করেন। আগামী ২৬’মে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। পরদিন ২৭ মে’ শুক্রবার সকালে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আগামী ১৫ জুন বুধবার উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।উল্লেখ্য ২০২১ সালের ২০ সেপ্টেম্বর যোগিপোল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত (৪.৫ ও ৬) ওয়ার্ডের মহিলা মেম্বর হিসাবে ফিরোজা বেগম জয়লাভ করে। তিনি নির্বাচনে জয়লাভের মাত্র এক সপ্তাহের মধ্যে ২৬ সেপ্টেম্বর অসুস্থজনিত কারণে ইন্তেকাল করলে আসনটি শুন্য হয়ে যায়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]