আশিকুর রহমান সরকার, রংপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে
“বাংলা ভাষা-বাংলাদেশ ও বঙ্গবন্ধু” শীর্ষক আলােচনা সভা এবং কোভিড-১৯, মােকাবেলায় বিশেষ অবদানের জন্য ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের
আয়োজন করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)এর সাধারন সম্পাদক নাজিম উদ্দিন ভূইয়া রিপনের সঞ্চালনায় হােটেল ফার্স
উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী
মোঃ নূরুল ইসলাম সুজন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ ফিরােজ আহমেদ, অনুজীব বিজ্ঞান, নােয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এসময় মন্ত্রী বলেন কোভিড ১৯ মোকাবেলায় ইউনিয়ন পরিষদের সদস্যরা সুমুখ যোদ্ধা হিসেবে কাজ করেছে।
তিনি ইউপি সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন
আগামিতে দেশের যেকোনো ক্রান্তি লগ্নে ইউপি সদস্যরা তাদের উপর রাষ্ট্রের অপিত দ্বায়িত্ব
নিষ্ঠার সাথে পালন করবেন।
আলোচনা সভা শেষে করোনা যোদ্ধা পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নূর মোহাম্মদ মন্ডল গোল্লাকে করোনা মোকাবেলায় স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদক প্রদান করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]