জিএম কাদেরপন্থিরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা। কিন্তু চূড়ান্ত কর্মপরিকল্পনা ঠিক হবে আরও পরে। ঈদের পরে দলের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক ডাকার কথা রয়েছে। সেখানে মূলত জাতীয় পার্টি এককভাবে নাকি জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে— তা ঠিক করা হবে। জোটগতভাবে নির্বাচনে অংশ নিলেও এখানে দুটি বিষয় রয়েছে। একটি হচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়া, অন্যটি হচ্ছে- জাতীয় পার্টিসহ অন্যান্য কয়েকটি দলকে সঙ্গে নিয়ে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়া। অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে জিএম কাদের কর্মপরিকল্পনা ঠিক করবেন।