সব জল্পনা-কল্পনার অবসান ঘটলো। মিস ভাট থেকে মিসেস কাপুর হলেন আলিয়া। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ালেন বলিউডের এই অভিনেত্রী।
মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত রণবীর কাপুরে বাড়ি ‘বাস্তু’তে হয়েছে এই নব-দম্পতির বিয়ের সকল আনুষ্ঠানিকতা। যেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, কভরিনা, কভরিশ্মা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, আয়ান মুখোপাধ্যায়রা।
রণবীর-আলিয়ার বিয়েতে পরিবারের সদস্যদের পোশাকের রং ছিল হালকা গোলাপি। বিয়ের অতিথিদের দেখা মিলল সাদা আর সোনালি রঙের পোশাকে। আলিয়ার বেস্টি, ব্রাইডস মেইড আকাঙ্খা রঞ্জন পরেছিলেন সবুজ রঙের শাড়ি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Notifications