রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ২২ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
রমজানকে ঘিরে বাজারে পণ্যের দাম স্বাভাবিক রাখতে কাজ চলছে
মোঃ সাকিব চৌধুরী, রংপুর জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, কারাগার কেবল বন্দিশালা নয় বরং সংশোধনাগার হিসেবে তৈরি করার লক্ষ্যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। মান্ধাতার আমলে করা স্থাপনাগুলো সংস্কার ও আধুনিক করা দরকার। রোববার (৩০ জানুয়ারি) সকালে রংপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।এসময় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, রমজান মাসে পণ্যের দাম যেন না বাড়ে। এবারের আসন্ন রমজানকে ঘিরে বাজারে পণ্যের দাম স্বাভাবিক রাখতে কাজ চলছে।তিনি আরও বলেন, চারটা আইটেম আমরা কন্ট্রোল করি।ভোজ্য তেল, মসুর ডাল, চিনিসহ চারটা আইটেম। এছাড়াও আমরা যা দেখি তা হলো আন্তর্জাতিক বাজারে এ সব পণ্যেল দাম বাড়ানোর কারণে বাংলাদেশে তার প্রভাব পড়েছে কি না। চালের দাম কখনো বাড়ছে কখনো কমছে, সেটা খাদ্য মন্ত্রালয় বলতে পারবে। সমস্যা সব দিকে। কমে গেলে কৃষকের সমস্যা,বেড়ে গেলে সাধারণ মানুষের সমস্যা।আমরা ব্যালেন্স করার চেষ্টা করি।ভোজ্য তেলের দাম আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে। আগামী মাসে বসবো আমরা এই সব পণ্যেল দাম কতটুকু সহসীল মাত্রায় করা যায়। ব্যবসায়ীদেরকেও দেখতে হবে তারা যেনো লোকসান না করে।সাধারণ মানুষ যেনো সেই সুজোগ পায় এই নিয়ে আমাদের আলোচনা চলছে।টিপু মুনশি আরও বলেন, খোলা বাজারে ন্যয্যমূল্যে পণ্য বিক্রির পরিমান বাড়ানো হবে।টিসিবি’র পণ্য বিক্রির পরিমানও ডাবল করা হবে রমজানে। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রমজানের নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রন করা হবে। এ জন্য বাজার মনিটরিং বাড়ানো হচ্ছে। তিনি বলেন, তিস্তা নদীকে ঘিরে সরকার মহাপরিকল্পনা গ্রহন করেছে। সাড়ে ৮হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। এটি বাস্তবায়ন হলে তিস্তা পাড় তথা রংপুর বিভাগের পর্যাপ্ত উন্নতি ঘটবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলের উন্নয়নে বেশ আন্তরিক। আমরা তারই নির্দেশনায় কাজ করে যাচ্ছি।এসময় রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ড সভাপতি মোসাদ্দেক হোসেন বাবলুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.