মহামারির কারণে গেল দুই বৈশাখ আনুষ্ঠানিকভাবে উদযাপন করা সম্ভব হয়নি। বিষাদের দিনগুলোকে পেছনে ফেলে এবার বাংলা নতুন বছরকে বরণ করার সুযোগ পেয়েছে দেশবাসী। এবার পবিত্র রমজান মাসে বাঙালির ঘরে এলো বৈশাখ। তাই হৈ-হুল্লোড়ের মাত্রা সীমিত।
তবে বর্ষবরণে কারও উদ্দীপনার কমতি নেই। অন্য অনেকের মতো উৎসব আয়োজনে বিদ্যা সিনহা মিমের সরব অংশগ্রহণের কথা সবার জানা। ইফতার কিংবা বৈশাখ,যাই হোক। অসাম্প্রদায়িক চেতনার অধিকারী মিমের কাছে সবই এক।
মিম বলেন, আমি ইতোমধ্যেই বৈশাখ উদযাপন শুরু করে দিয়েছি। সকালে পরিবারের সবাইকে নিয়ে মাটির সানকিতে পান্তা ইলিশ খেয়েছি। যেহেতু রোজার মাস। তাই পবিত্রতার কথাও মাথায় রাখতে হবে। আমার বন্ধুরাও অনেকে রোজা থাকেন। এবার বাইরে হৈ-হুল্লোড়ের পরিকল্পনাটা বাদ দিয়েছি। সবাইকে বাসায় দাওয়াত করেছি। একটু পরই ওরা চলে আসবে। সবাইকে নিয়ে বাসায় বৈশাখ উদযাপন করব আমি।
প্রতি বছরের মতো এবারও লাল পাড়ের সাদা শাড়ি পরেছেন মিম। তার কাছে, বৈশাখ মানেই লাল-সাদা শাড়ি। সেকারণে, বিকল্প কোনো পোশাকের কথা ভাবতেই পারেন না তিনি। মিমের বাসায় আজ বর্ষবরণের আয়োজন চলবে সারাদিন। তারই অংশ হিসেবে সন্ধ্যায় এই অভিনেত্রী সকলকে নিয়ে ইফতার করবেন।