মোঃ ওয়াজেদ আলী,বিশেষ সংবাদদাতা,দৈনিক শিরোমণি: রমজান মাসে মহাসড়ক যানজট মুক্ত রাখতে, ঈদে মানুষের নিরাপদে চলাচল করতে পবিত্র মাহে রমজান উপলক্ষেমহাসড়কে যানবহনের নিবির্ঘেœ চলাচলে জন্য গোবিন্দগঞ্জ থেকে ধাপেরহাট পযর্ন্ত দীর্ঘ ৩২কিলোমিটার রাস্তা যানজট মুক্ত রাখার উদ্যোগ গ্রহণ করে গাইবান্ধা জেলা পুলিশ।
সেই ধারাবাহিকতায় রবিবার (১০ এপ্রিল ) সকাল থেকে গোবিন্দগঞ্জ চার মাথা বাসস্ট্যান্ডের যানজট
নিরসনে নিরলসভাবে কাজ করে গাইবান্ধা জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট রবিউল আওয়াল।
বগুড়া থেকে ছেড়ে আসা রংপুর গামী মাসতুরা পরিবহন যাহার নম্বর – ঢাকা মেট্রো ব ১৪-৩২৯৪ গাড়ী টি
গোবিন্দগঞ্জ চার মাথা বাসস্ট্যান্ডে দীর্ঘ সময় যানজট সৃষ্টি করে যাত্রীদের ভোগান্তি বাড়ালে যাত্রীর
ভোগান্তি ও যানজট নিরসনে তাৎক্ষণিকভাবে সড়ক যানজট মুক্ত করে সার্জেন্ট আওয়াল।
যানজট সৃষ্টিকারী গাড়ির কাগজ পত্র যাচাই-বাছাই করে বৈধ কাগজ পত্র না থাকায় গাড়িটিকে ৬০০০ টাকা জরিমানা করেন এবং হেলমেট বিহীন গাড়ি চালকের সহ মোট ১৫০০০/- টাকা জরিমানা করেন।
তাহার এ মহত উদ্যোগ নেওয়া কথা জানতে চাইলে তিনি বলেন, রমজান মাসে মহাসড়ক যানজট মুক্ত
রাখতে, ঈদে মানুষের নিরাপদে চলাচল করে শান্তিপূর্নভাবে আপনজনদেও সাথে ইৃদ আনন্দ উপভোগ করতে পারেও সড়ক দূর্ঘটনার হার কমানোর অংশ হিসাবে এই কার্যক্রম । মহামান্য আদালতের নির্দেশনা অমান্য করে
মহাসড়কে চলাচলকারী সকল অবৈধ গাড়ি, অটোভ্যান, অটোরিক্সা, ব্যাটারী চালিত ইজিবাইক, সিএনজি,
শ্যালো ইঞ্জিন চালিত নসিমন ও ট্রলি, এবং এমপি থ্রী (ট্রাক্টর) এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ
হিসাবে এটি বাস্তবায়ন করা।