শিরোমনি ডেস্ক রিপোর্ট:ভোটের বিষয়টির সঙ্গে বাংলাদেশের মানুষ বেশ পরিচিত। ‘ভোট চুরি’ কী, সেটিও মানুষ জানে।
একইভাবে রাজনৈতিক দলে ‘পকেট কমিটি’ বলতে কী বোঝায়, সেটিও ভালোই বুঝতে পারে মানুষ। বছর চারেক আগে নতুন একটা বিষয়ের সঙ্গে দেশের মানুষ পরিচিত হয়েছে, সেটি হচ্ছে ‘রাতের ভোট’।
সর্বশেষ জানা গেল, দিনের ভোট বা রাতের ভোটই শুধু নয়, পকেটেও ভোট থাকে।
সেই ‘পকেট’ এতই বড় যে আট–দশটা নয়, সেখানে দুই কোটি ভোট থাকে। এটি কোনো বানানো কথা নয়। জাতীয় সংসদের মাধ্যমে দেশের মানুষকে বিষয়টি জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ।
গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় ঢাকা-১১ আসনের এই সংসদ সদস্য জানান, তিনি আহলে হাদিসের প্রধান উপদেষ্টা। তাঁর পকেটেই আহলে হাদিসের দুই কোটি ভোট আছে ।