রিপন মারমা কাপ্তাই:বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা চিৎমরম ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চিৎমরম ইউনিয়নের বৌদ্ধ বিহার রেস্ট হাউস সংলগ্ন মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। মং মারমা সঞ্চালনায় চিৎমরম ইউনিয়নের কৃষক দলের সভাপতি মোঃ আবু আলম সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আকতার উদ্দিন মুন্না ও মোবারক হোসেন মামুন এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মাসুদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা কৃষক দল সভাপতি নরুল হক বাসা, চিৎমরম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, চিৎমরম ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল,খ্যাইমংউ মারমা, কাপ্তাই উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সুমন মারমা, উপজেলা কৃষক দল সহ-সভাপতি মোঃ সোহেল,উহ্লাচিংমারমা,মোঃ ইসমাইল হোসেন,মংচউ মারমা সহ স্থানীয় পর্যায়ের উপজেলা বিএনপি, কৃষকদল, যুবদল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশ সভায় বক্তারা বলেন, দেশ তথা কৃষকের সার্বিক উন্নয়নে কৃষকদলের হাতকে শক্তিশালী করতে হবে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে কৃষি খাতের এবং কৃষকদের ভাগ্য উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। কৃষকবান্ধব শহিদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত জাতীয়তাবাদী কৃষকদলের নেতা-কর্মীরা কৃষক ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবে। বক্তারা আরও বলেন,
দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি যে কোন ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]