তুহিন রাজ,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক মৎস্য হ্যাচারিতে বিষ প্রয়োগ করে দুই লক্ষাধিক রেনুপোনা মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মৌডুবি ইউনিয়নের হাফেজকান্দা গ্রামে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার বিকেলে রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।
স্থানীয় কয়েকজন জানায়, প্রায় ১৫ বছর ধরে ওই গ্রামের ফরিদ হাওলাদার রেনুপোনা উৎপাদন এবং বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। প্রতিবছরের মত এবারও ৫ একর জমি একসনা বন্দোবস্ত নিয়ে দুইটি ঘের ও তিনটি পুকুরে রেনুপোনার হ্যাচারি করেছেন তিনি। সম্প্রতি বিক্রয় উপযোগী রেনুপোনাগুলো একত্র করে একটি পুকুরে রেখেছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে ওই পুকুরেই বিষপ্রয়োগ করে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত হ্যাচারি মালিক ফরিদ হাওলাদার বলেন, ‘বিষক্রিয়ার কারণে শুক্রবার সকাল থেকে বিভিন্ন প্রজাতির রেনুপোনা মরে ভেসে উঠলে বিষয়টি তার নজরে পরে। এতে তার হ্যাচারির রুই, কাতলা ও মৃগেল প্রজাতির দুই লক্ষাধিক রেনুপোনা মারা গেছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬ লক্ষাধিক টাকা ।’ তার দাবি, ‘পূর্ব শত্রæতার জের ধরে স্থানীয় দুইজন ব্যক্তি এ ক্ষতি করেছে বলে ধারণা তার।’ ফরিদের স্ত্রী সুখি বেগম বলেন, ‘মাছের ব্যবসায় আমার সংসার চলে। বাচ্চা-গাচ্চা (সন্তান) নিয়া এখন কি খামু? আমাগোরেতো পথে বসাইয়া দিছে। আমি এর বিচার চাই।’
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, এ বিষয়ে হ্যাচারি মালিকের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]