তুহিন রাজ, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাফিয়া আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর আড়াইটায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মাফিয়া ওই গ্রামের এমদাদুল গাজীর মেয়ে এবং কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নিত) ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
পরিবার বলছে, মাফিয়া মানসিক সমস্যায় ভুগছিল। দুপুরে পরিবারের অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। অপমৃত্যু মামলা হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তথ্যানুযায়ী তার মানসিক সমস্যা ছিল। এরআগেও পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল।