চট্টগ্রাম জেলা প্রতিনিধি, (মো. ইদ্রিছ) চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরফভাটা সিপাহী পাড়ায় ছোট ভাই জানে আলমকে হত্যার অভিযোগে আপন বড় ভাই খোরশেদ আলম (৪৫) ও ভাবি খালেদা বেগমকে গ্রেফতার করেছে র্যাব।
গত রবিবার (২৪শে এপ্রিল) বেলা ১১টায় ভূজপুর থানার শান্তিরহাট ছোট বেতুয়া এলাকায় তথ্য প্রযুক্তি ব্যাবহার করে অভিযান চালিয়ে চট্টগ্রাম র্যাব-৭- এর সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।
এই ঘটনায় খোরশেদ আলম দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সরফভাটা গ্রামের মৃত উকিল আহম্মদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম।
অফিসার ইনচার্জ জানায়, গত ৯ এপ্রিল বিকাল ৫টায় বাড়ির সীমানা পিলার নির্ধারণ নিয়ে জানে আলম ও খোরশেদ আলমের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে খোরশেদ ও তার স্ত্রী খালেদা বেগম শাবল দিয়ে জানে আলমকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা জানে আলমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল তার মৃত্যু হয়।
এদিকে,জানে আলমের স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দুই জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর থেকে পলাতক ছিলেন খোরশেদ ও তার স্ত্রী।