মোঃ ইদ্রিছ (চট্টগ্রাম জেলা প্রতিনিধি): আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৫ মে) বিকালে রাঙ্গুনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে হরিহর মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়মাঠ দিবসে পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়রেম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফরের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুখবিলাস ফিশারীজ এন্ড প্ল্যান্টেশনের এর চেয়ারম্যান,জাতীয় মৎস্য পুরস্কার প্রাপ্ত মৎস্য খামারী ও পরিবর্তনের নায়ক এরশাদ মাহমুদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন।মোঃ শহিদুজ্জমানের সঞ্চালনায় মাঠ দিবসে স্বাগত বক্তব্য রাখেন নয়ন বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে মাঠ দিবসে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ পদুয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বদিউজ্জমান বদি,পদুয়া ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হোসেন,লোকনাথ বিশ্বাস,পল্লবী চক্রবর্তী,আলী রেজা,মো. রমজান আলী প্রমুখ।আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবসে প্রায় শতাধিক কৃষক ও কৃষাণী অংশ নেয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]