মোহাম্মদ ইদ্রিছ ( চট্টগ্রাম জেলা প্রতিনিধি) চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া নারিশ্চায় বন্য হাতির আক্রমণে মোহাম্মদ শাহ্ আলম (৫৫ ) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি শিলক ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকার বাসিন্দা।রোববার (২৬ জুন) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে নারিশ্চা ১নং ওয়ার্ডের মোবারক আলী টিলার নারিশ্চা ছোট্ট খালের ধারে এ ঘটনা ঘটে।দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুল ইসলাম বলেন, হাতির আক্রমনের বিষয়টি আমরা শুনে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে দেখি নিহত ব্যক্তির লাশ নারিশ্চায় ছোট একটি খালের ধারে পড়ে আছে। আমরা লাশটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করবো।প্রত্যেক্ষদর্শীরা জানায়,এক ব্যক্তিকে হাতি আক্রমন করেছে এমন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখি ওই ব্যক্তির লাশ পড়ে আছে। পরে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশকে খবর দেয়া হয়।স্থানীয় মেম্বার আব্বাস আলী বলেন, হাতির আক্রমণে শাহ্ আলমের মৃত্যুর বিষয়টি আমি দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ও চেয়ারম্যানকে জানিয়েছি। পুলিশ লাশটি ঘটনাস্থল থেকে নিয়ে গেছেন।শিলক ২নং ওয়ার্ডের মেম্বার লিয়াকত আলী বলেন, নিহত শাহ্ আলম আমাদের শিলক মাইজপাড়ার এলাকার বাসিন্দা। আমি খবর পাওয়ার পর নারিশ্চা এলাকায় গিয়ে লাশটির বিষয়ে নিশ্চিত হই।রাঙ্গুনিয়া নারিশ্চা বন বিভাগের বিট কর্মকর্তা মোঃ মিন্টু কুমার দে বলেন, আজ সন্ধ্যায় একটি বন্য হাতির আক্রমনে শিলক মাইজপাড়া এলাকার শাহ আলম নামের এক ব্যক্তির মৃত্যু হয়। আমরা ঘটনাস্থল গিয়ে দেখি হাতিটি সেখানে নেই। নিহত শাহ্ আলমের লাশটি পুলিশ নিয়ে গেছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]